ঐতিহ্যবাহি পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় এর পরিচিতি
ময়মনসিংহ পৌরসভার দক্ষিণ পূর্বাংশে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে স্বাধীনতার ঊষালগ্নে ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠানটি নানা ঘাত ও প্রতিঘাতের মধ্য দিয়ে পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মেয়েদেরকে শিক্ষাদানে বিশেষ ভূমিকা রেখে আসছে। প্রতি বছরই এস.এস.সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবকবৃন্দ এবং ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের প্রাণান্তর প্রচেষ্টায় বিদ্যালয়টি আজ অগ্রপথে ক্রমবর্ধমান।
লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৎ-চরিত্রবান আদর্শ তথা আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা।
শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো ও শিক্ষার্থীদের সম্পর্কের উন্নয়ন এবং ভালো ফলাফল নিশ্চিতকরণে শ্রেণী ভিত্তিক শিক্ষা কার্যক্রমকে জোড়দার করার মাধ্যমে প্রাইভেট টিউটর ও কোচিং সেন্টারের নির্ভরশীলতা কমানো ও শিক্ষার্থীদের শ্রেণী মুখী করা।
শিক্ষার গুনগত মান বৃদ্ধি করে বিদ্যালয়ের ফলাফল এবং পাশের হারকে শতভাগে উন্নীত করা।
স্বাধীনতার স্মৃতিবাহক প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা। লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি সহ পাঠক্রমিক কার্যক্রমের ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশে সহায়তা করা।
অর্ধবেতন/বিনা বেতনে অধ্যয়নের সুবিধাসহ মেধাবীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা। প্রথম-নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে সরকার প্রদত্ত বই বিতরন।
আগামীতেও আপনাদের সহযোগিতায় এ প্রতিষ্ঠানটিকে সাফল্ল্যের আবিষ্ট লক্ষ্যে পৌঁছানো আমাদের উদ্দেশ্য। আশা করি সকলের সহযোগিতা নিএ আমরা এই বিদ্যালয়টিকে সাফল্ল্যের স্বর্ণশিখরে পৌছাতে সক্ষম হবো- ইনশাআল্লাহ্।
শিক্ষকমন্ডলী










বর্তমান শিক্ষার্থীর তথ্যঃ
শ্রেণী | শিক্ষার্থী সংখ্যা |
---|---|
ষষ্ঠ | ৭৩ |
সপ্তম | ৫৫ |
অষ্টম | ৫১ |
নবম | ২৯ |
দশম | ৩৫ |
প্রধান শিক্ষক

মোহাম্মদ আলী
বি.এস.সি.-৩য়-৯০
বি.এড-২য়-৯৬
এম.এড-২.২৩-১৫
মোবাইল-০১৭৭০-১৪৪৯২৮
সভাপতির বানী

name
শিক্ষার শহর ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে একটি ঐতিহ্যবাহী শিক্ষা নগরী হিসেব পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় এর সুনাম ছড়িয়ে আছে। এ শহরের এটি একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।