পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়

স্থাপিত-১৯৭২ ইং স্কুল কোড-৭২৭১, এম পিও কোড -৪০০৯০৬১৩০২-, EIIN-111856

উপজেলা - সদর ময়মনসিংহ,জেলা- ময়মনসিংহ

মোবাইল-০১৭৭০১৪৪৯২৮ ,ইমেইল- pghs.mym@gmail.com

নোটিশ বোর্ড

নোটিশ বোর্ড

সভাপতির বানী

শিক্ষার শহর ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে একটি ঐতিহ্যবাহী শিক্ষা নগরী হিসেব পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় এর সুনাম ছড়িয়ে আছে। এ শহরের এটি একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, বিদ্যালয়ের প্রথিস্থাকালীন হতে বর্তমান ম্যানেজিং কমিটি, এলাকার শিক্ষানুরাগী এবং শুভানুধ্যায়ীগণ এই বিদ্যালয়ের প্রতি আন্তরিক। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা এ সমাজের বিভিন্ন স্তরে জাতীয়, স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত তারা এ বিদ্যালয়ের উন্নতিকল্পে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করার প্রয়াস পাবেন এবং বর্তমান শিক্ষার্থীগণ আরও বেশি অনুপ্রাণিত ও উৎসাহ পাবে সেই সাথে উপকৃত হবে সমাজ তথা জাতি।
পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর জন্য রইলো শুভ কামনা।


সভাপতি
ম্যানেজিং কমিটি
পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়
সদর, ময়মনসিংহ

Scroll to Top